কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি //
গাজীপুরের কাপাসিয়ার সামাজিক সংগঠন “সহযোগিতা ফাউন্ডেশনের” প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার কলেজ রোড সংলগ্ন কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী। কবি ও নাট্যকর্মী শিশির আহমেদের খানের সঞ্চালনায় ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সৌদি প্রবাসী ও সংগঠনের সহ-সভাপতি মীর সোহেল রানা।
এ সময় বক্তব্য রাখেন অভিনেতা কাকা মাকসুদ ও সহযোগিতা ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ রাহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন ইসলাম মিঠু, সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মারজিনাতুল আলম লিজা, সদস্য মোঃ ফরিদ মোল্লা প্রমুখ।
সংগঠনের সদস্যরা জানান, সহযোগিতা ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠনের নাম। আমরা সমাজের অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করছি।
করোনা ক্লান্তিকালে সংগঠন থেকে অনেক মানুষকে সহযোগিতা করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ, দরিদ্র দের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালনা করছে । মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এখন বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে সহ যোগীতা ফাউন্ডেশন এর পক্ষ থেকে।